অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


বৃহস্পতিবার থেকে দক্ষিণ সিটির ৩ হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৫৮

remove_red_eye

১৮৫

আগামীকাল বৃহস্পতিবার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ঢাদসিক) অধীন ৩টি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু রোগ সনাক্তকরণ পরীক্ষা করা হবে।
দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দক্ষিণ সিটির মহানগর জেনারেল হাসপাতাল, মহানগর শিশু হাসপাতাল ও নাজিরাবাজার মাতৃসদনে এ সেবা প্রদান করা হবে।
প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা প্রদান করা হবে। তবে শুধু আগামীকাল সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ সেবা দেয়া হবে। শুক্রবার ব্যতীত সপ্তাহের ৬ দিন এ সেবা চালু থাকবে।

সুত্র বাসস