অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে এমপি শাওনের নেতৃত্বে ১০হাজার লোকের নিয়ে শোক র‌্যালি


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৫ই আগস্ট ২০২৩ রাত ০৮:৪৩

remove_red_eye

২৮৪

লালমোহন  প্রতিনিধি : ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন এর উদ্যোগে ভোলার লালমোহনে প্রায় দশ হাজার লোক নিয়ে শোক র‌্যালি করা হয়েছে। মঙ্গলবার সকালে লালমোহন চৌরাস্তার মোড়ে শোকসভা শেষে বিশাল র‌্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন এমপি শাওন। এরপর উপজেলা প্রশাসন, আওয়ামীলীগের অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 

উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী কর্মকর্তা অনামিকা নজরুলের সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি শাওন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফকরুল আলম হাওলাদার, পৌরসভা আওয়ামীলীগের আহবায়ক শফিকুল ইসলাম বাদল, ভাইস চেয়ারম্যান মাছুমা বেগম, আবুল হাসান রিমনসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।