অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলায় ৬ জন আটক


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ১৩ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

২২০

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে প্রকাশ্যে জুয়া খেলার দায়ে ৬ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। জুয়া আইনে মামলা দায়েরের পর ওইসব জুয়াড়িদের রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের সাদাপোল এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের থেকে জুয়া খেলার সরঞ্জামাদী জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন- মো. সেলিম, মো. রিয়াজ, মো. রাকিব, মো. হেলাল, মো. রাসেল এবং মো. রিয়াজ উদ্দিন। এরা সকলে লালমোহন উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মহেষখালী এলাকার বাসিন্দা। এ বিষয়ে লালমোহন থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, সামাজিক অপরাধসহ সকল ধরনের অপরাধ রোধে লালমোহন থানা পুলিশ সর্বদা সচেষ্ট রয়েছে। তারই ধারাবাহিকতায় অভিযান পরিচালনা করে এসব জুয়াড়িদের আটক করা হয়েছে। তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।