অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৬:৩১

remove_red_eye

২৩০

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলার করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। 
সোমবার তিনি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি এ মামলা করেন। আদালত বাদির জবানবন্দি গ্রহণ করে মামলাটির অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। 
গত ১৮ জুলাই রুহুল কবির রিজভী রাজশাহী নগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে পদযাত্রা কর্মসূচিতে অংশ নিয়ে হিরো আলমকে নিয়ে মন্তব্য করেন। এ মন্তব্য হিরো আলমের ৫০ কোটি টাকার মানহানি হয়েছে বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

সুত্র বাসস