অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


পান্না কায়সারের মরদেহ শহিদ মিনারে নেওয়া হবে আগামীকাল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই আগস্ট ২০২৩ সন্ধ্যা ০৭:৫৫

remove_red_eye

২২৩

লেখক, গবেষক, শিশু সংগঠক ও সাবেক সংসদ সদস্য পান্না কায়সারের মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য আগামীকাল কেন্দ্রীয় শহিদ মিনারে নেওয়া হবে।
রোববার বেলা ১১টায় তাঁর মরদেহ রাজধানীর বারডেম হাসপাতালের মরচুয়ারি থেকে শহিদ মিনারে নেওয়া হবে। বেলা একটা পর্যন্ত তাঁর মরদেহ সেখানে রাখা হবে। বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। পরে রাজধানীর শহিদ বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর মরদেহ সমাহিত করা হবে।
উল্লেখ্য, পান্না কায়সার (৭৩) শুক্রবার সকালে তাঁর মেয়ে শমী কায়সারের বাসায় ঘুমন্ত অবস্থায় মারা যান। তিনি শহিদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের স্ত্রী। 
মৃত্যুকালে মেয়ে শমী কায়সার ও পুত্র অমিতাভ কায়সারসহ অসংখ্য গুণগ্রাহী, বন্ধু, সহকর্মী ও পরিজন রেখে গেছেন।

সুত্র বাসস