অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জুলাই ২০২৩ রাত ১১:৩৪

remove_red_eye

৬৪৭

মলয় দে : ভোলায় দায়িত্বভার গ্রহন করলেন নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম।
বুধবার ১৯ শে জুলাই বিকেলে জেলা পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে আনুষ্ঠানিক ভাবে তাকে ফুল দিয়ে বরন করা হয়।পরে তিনি জেলা পুলিশের দায়িত্বভার গ্রহন করেন।
এসময় নবাগত পুলিশ সুপার মোঃ মাহিদুজ্জামান বিপিএম
শুভেচ্ছা বক্তব্যে দেন।বক্তব্যে তিনি পুলিশের বিভিন্ন কার্যক্রম সক্রান্তে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনাগুলো তুলে ধরেন। পরে পুলিশের সকল সদস্যদের সাথে পরিচিত হন।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রিপন চন্দ্র সরকারের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আছাদুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল)মো: জহুরুল ইসলাম হাওলাদার,সহকারী পুলিশ সুপার (তজুমদ্দিন সার্কেল) মোঃ মাসুম বিল্লাহ,শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার, প্রণয় রায় সহ ভোলা, সকল থানার অফিসার ইনচার্জগণ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, পুলিশ পরিদর্শক, শহর ও যানবাহন শাখা, কোর্ট পুলিশ পরিদর্শক, আরআই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিস, ভোলা সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।