অনলাইন সংস্করণ | ভোলা, শুক্রবার, ৪ঠা এপ্রিল ২০২৫ | ২০শে চৈত্র ১৪৩১


ভোলার উৎসবমুখর পরিবেশে শেষ হলো এসএমই পণ্য মেলা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ২৯শে ফেব্রুয়ারি ২০২০ ভোর ০৫:২৫

remove_red_eye

৮৩৬



বাংলার কণ্ঠ প্রতিবেদক :  ভোলায় উৎসবমুখর পরিবেশে শুক্রবার শেষ হয়েছে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা। ২৮শে ফেব্রæয়ারি রাতে মেলার শেষ দিন সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলায় অংশ নেয়া স্টল গুলোর মধ্যে বিজয়ীদের পুরস্কার বিতরণের মাধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আতাউর মিয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাহমুদুর রহমান,প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ অন্যান্যরা।

পণ্য মেলায় প্রথম পুরস্কার পেয়েছেন মাসুদ হান্ডি ক্রাফট, দ্বিতীয় হয়েছেন স্বপ্ন বুটিকস, তৃতীয় হয়েছেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থা, ৪র্থ হয়েছেন নকশীর সাত রং, ৫ম হয়েছেন আধিবাসী মহিলা উন্নয়ন সংস্থা। সমাপনী অনুষ্ঠানের আলোচনা সভার পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের গান, নিত্য ও আবৃত্তি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। উল্লেখ্য,গত ২২ ফেব্রæয়ারি ভোলার সরকারী স্কুল মাঠে এসএমই ফাউন্ডেশন এর আয়োজনে এই মেলা শুরু হয়।