অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


‘বেগম রোকেয়া পদক ২০২৩’ এর জন্য মনোনয়ন আহবান


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই জুন ২০২৩ সন্ধ্যা ০৭:৪৩

remove_red_eye

২৪৪

সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ পাঁচ জন বাংলাদেশী নারীকে ‘বেগম রোকেয়া পদক, ২০২৩ প্রদান করার লক্ষ্যে মনোনয়ন আহবান করছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। 
নারী শিক্ষা, নারী অধিকার, নারীর আর্থ-সামাজিক উন্নয়ন, সাহিত্য ও সংস্কৃতির মাধ্যমে  নারী জাগরণ, পল্লী উন্নয়ন এবং সরকার নির্ধারিত অন্য কোন ক্ষেত্রে অবদানের জন্য তারা মনোনীত হবেন।
আজ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখিত যে কোন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন বাংলাদেশী নারীদের নিকট থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে। আবেদনপত্রের ‘ছক’ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েব সাইট (িি.িসড়পিধ.মড়া.নফ) এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের ওয়েব সাইট (িি.িফধি. মড়া.নফ) থেকে সংগ্রহ করা যাবে। ওয়েব-সাইটে  প্রকাশিত ‘ছক’ ব্যতীত অন্য কোন ‘ছক’-এ  আবেদন/মনোনয়ন গ্রহণ করা হবে না। আগ্রহী প্রার্থীদের পদক প্রাপ্তির ক্ষেত্র উল্লেখ পূর্বক আগামী ৩১ জুলাইয়ের  মধ্যে নির্ধারিত ‘ছক’ অনুযায়ী আবেদনের সফট কপি ই-মেইলে পাঠাতে হবে।

সুত্র বাসস