অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প, উৎপত্তিস্থল সিলেটে


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৬ই জুন ২০২৩ বিকাল ০৪:৪৬

remove_red_eye

২৫১

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবার ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ বেলা পৌনে ১১টার দিকে এ মৃদু ও হালকা ভূমিকম্প অনুভূত হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৪ দশমিক ৫।
আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান,  আজ  বেলা ১০টা ৪৬ মিনিট ১৫ সেকেন্ডে ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল সিলেটের গোলাপগঞ্জ, যা ঢাকা ভূমিকম্প সেন্টার থেকে ২০২ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে ।  
এরআগে গত ৫ মে ঢাকা ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সেদিন ভোর ৫টা ৫৭ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৩।

সুত্র বাসস