অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


যৌথভাবে গবেষণার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ও কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্বাক্ষরিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৫ই জুন ২০২৩ সন্ধ্যা ০৬:২০

remove_red_eye

২০৪

জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন, অভিবাসনসহ বিভিন্ন ক্ষেত্রে যৌথভাবে গবেষণা কার্যক্রম পরিচালনা করার লক্ষ্যে আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। 
সমঝোতা স্মারক অনুযায়ী, উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা দু’বিশ্ববিদ্যালয়ের যৌথ তত্ত্বাবধানে পিএইচডি ডিগ্রিসহ বিভিন্ন গবেষণা কার্যক্রম পরিচালনার সুযোগ পাবেন। 
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক থিস ল্যাঞ্জ নিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 
এসময় জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান, অণুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. আনোয়ারা বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকী এবং কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. পিটার জেনসেন উপস্থিত ছিলেন।

সুত্র বাসস