অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ১৪ শ্রমিক নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৭ই জুন ২০২৩ সকাল ১১:১৮

remove_red_eye

২৩৬

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমু‌খি সংঘর্ষে ১৪ শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। বুধবার (৭ জুন) ভোরে উপজেলার না‌জিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়‌টি নিশ্চিত করেছেন সিলেট ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনিরুজ্জামান। তিনি বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে ১১ জন নিহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।  এদিকে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা।