অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ খাতে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা জুন ২০২৩ সন্ধ্যা ০৬:১৫

remove_red_eye

১৬৭

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্থানীয় সরকার বিভাগ খাতে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 
গত অর্থবছরে এই খাতে বাজেটের পরিমাণ ছিল ৪১ হাজার ৭০৭ কোটি টাকা। সংশোধিত বাজেটে যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছিল ৪৫ হাজার ২০২ কোটি টাকা।
আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এই প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, “ আগামী অর্থবছরে স্থানীয় সরকার বিভাগ খাতে ৪৬ হাজার ৭০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি যা ২০২২-২৩ অর্থবছরে ছিল ৪১ হাজার ৭০৭ কোটি টাকা।”
তিনি আরো বলেন, স্থানীয় সরকার বিভাগের জন্য উন্নয়ন ব্যয় হিসেবে ৪০ হাজার ৫০৪ কোটি এবং অনুন্নয়ন ব্যয় হিসেবে ৬ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সুত্র বাসস