অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ঢাকায় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৩১শে মে ২০২৩ রাত ০৮:৪৭

remove_red_eye

২৫৩

রাজধানীর গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে মুক্তিযুদ্ধ গ্যালারি উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৩০ মে) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধন করেন।

 

 

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের ঐতিহাসিক বন্ধুত্ব ও সংহতি গড়ে উঠেছে। গৌরবের সেই ইতিহাস তুলে ধরতেই এই মুক্তিযুদ্ধ গ্যালারি প্রতিষ্ঠা করা হয়েছে। গ্যালারিটি ১৯৭১ সালের চেতনা রক্ষা ও উদযাপনে দুই দেশের যৌথ অঙ্গীকারকে তুলে ধরবে যা আমাদের সম্পর্ককে দিকনির্দেশনা দেওয়া অব্যাহত রেখেছে।

তিনি আশা প্রকাশ করেন, গ্যালারিটি বন্ধুত্বের একটি স্মৃতিস্তম্ভ হিসেবে কাজ করবে যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা দেখবে ও অনুপ্রেরণা পাবে।

 

 

তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে হৃদয়ের বন্ধন রয়েছে। ভারত বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে আমাদের বিপদে ভারত হাত বাড়িয়ে দিয়েছিল। সেইসব কঠিন সময়ে তারা সাহায্য করেছিল। এটা কখনোই ভোলার নয়।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেজর জেনারেল (অব.) জীবন কানাই দাশ। গ্যালারিটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বপূর্ণ গল্প, ছবি ও নথি প্রদর্শন করার মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের সাক্ষ্য বহন করবে। এটি দর্শনার্থীদের এই দুই দেশের ইতিহাসের অভ্যন্তরে একটি অনুপ্রেরণামূলক ভ্রমণের সুযোগ করে দেবে।

অনুষ্ঠানে বাংলাদেশের সাংস্কৃতিক ও একাডেমিক ক্ষেত্রের প্রতিনিধিসহ বেশ কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, ইতিহাসবিদ ও বিশিষ্ট অতিথিরা উপস্থিত ছিলেন।