অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সকলের সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো : মেয়র জায়েদা খাতুন


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:২৪

remove_red_eye

১৭৭

গাজীপুরের নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন বলেছেন, গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে নগরীর উন্নয়নে কাজ করবো।  
তিনি বলেন, ‘সকলের সাথেই মিলেমিশে, সহযোগিতা নিয়ে উন্নয়েনের কাজ করবো। উন্নয়নের কাজে আমার ছেলে জাহাঙ্গীরও সাথে থাকবে।’
আজ রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে জায়েদা খাতুন সাংবাদিকদের এসব কথা বলেন। 
এরআগে পুত্র গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে সাথে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সামাধি সৌধ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনির্বাচিত মেয়র জায়েদা খাতুন। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এসময় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সুত্র বাসস