অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ঘানায় নৌ দুর্ঘটনায় ৫ জন নিহত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে মে ২০২৩ সন্ধ্যা ০৭:১৫

remove_red_eye

২৫২

ঘানার সাবানাহ অঞ্চলে বেশকিছু যাত্রী বহনকারী নৌকা ডুবে অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে। নিখোঁজ হয়েছে বেশ কয়েকজন যাত্রী।
স্থানীয় একজন কর্মকর্তা শনিবার বিষয়টি নিশ্চিত করেন।
ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের(এনএডিএমও) সাবানাহ আঞ্চলিক সমন্বয়কারী বাভুক এডামস বার্তা সংস্থা সিনহুয়াকে জানিয়েছেন, কাপান্দাই মুখী নৌকাটি একটি গাছের গুঁড়ির সাথে ধাক্কা খেলে এতে ফাটল ধরে যায়। পরে নৌকায় পানি ঢুকে পড়লে এটি ডুবে যায়। যদিও যাত্রী ও নৌকা চালকেরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে আপ্রাণ চেষ্টা চালিয়েছেন।
পাঁচটি লাশ উদ্ধার করা হয়েছে বলে ওই কর্মকর্তা উল্লেখ করেন।
নৌকায় ঠিক কতোজন যাত্রী ছিল তা নিশ্চিত করা এখনও সম্ভব হয়নি এবং উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে বলেও তিনি উল্লেখ করেন।

সুত্র বাসস