অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক দুলালকে নাগরিক সংবর্ধনা


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৪৭

remove_red_eye

২১০

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির দুই বারের নির্বাচিত সম্পাদক আব্দুন নূর দুলালকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।
রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে ঢাকাস্থ 'আমরা চাটখিলবাসী' সংগঠনের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মুক্তিযুদ্ধকালে বৃহত্তম নোয়াখালী জেলার মুজিব বাহিনীর কমান্ডার ও সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত।  বিশেষ অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস।
রাজনীতিবিদ ও সমাজ সেবক সালেহ আহমেদ চৌধুরীর সভাপতিত্বে এবং এ কে সিদ্দিকী মিলনের সঞ্চালনায় নাগরিক সংবর্ধনায় আরও বক্তৃতা করেন জয়বাংলা পরিষদের সভাপতি ড. বশির আহমেদ, সোনাইমুড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার রুহুল আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক চৌধুরী সাইফুন নবী সাগর, যুবলীগের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক অতিরিক্ত সচিব জাফর আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক আহমেদ, আইনজীবী নাজমা কাওসার ও ইমতিয়াজ ফারুক, চাটখিল প্রেসক্লাবের সভাপতি সোয়েব হোসেন দুলু এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সহসভাপতি জেসমিন সুলতানা।

সুত্র বাসস