বাংলার কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ২৭শে মে ২০২৩ বিকাল ০৫:৩৯
২০৬
২০০৪ সালের পর এই প্রথমবারের মত পুরনো প্রতিদ্বন্দ্বী রাফায়েল নাদাল ফ্রেঞ্চ ওপেনে খেলছেন না। আর সে কারনেই নোভাক জকোভিচের সামনে রেকর্ড ২৩তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের দারুন সুযোগ রয়েছে। এদিকে প্রথম নারী খেলোয়াড় হিসেবে ১৬ বছরের মধ্যে শিরোপা ধরে রাখার হাতছানি ইগা সোয়াইটেকের সামনে।
কনুইয়ের ইনজুরির কারনে এবারের মৌসুমে তিনটি ক্লে-কোর্ট ইভেন্টের কোনটিতেই কোয়ার্টার ফাইনালের বাঁধা পেরুতে পারেননি জকোভিচ । সে কারনে সার্বিয়ান অভিজ্ঞ জকোভিচ অবশ্য শিরোপা জয়ের ফেবারিট হিসেবে বিবেচিত হচ্ছেন না।
বার্সেলোনা ও মাদ্রিদ ওপেন বিজয়ী বিশ্বের এক নম্বর তারকা কার্লোস আলকারাজ ও রোমে ক্যারিয়ারের প্রথম ক্লে কোর্ট শিরোপা জয়ী দ্বিতীয় বাছাই দানিল মেদভেদেভকে নিয়ে সকলে আশাবাদী। কিন্তু জকোভিচ ভালভাবেই জানেন ১৪ বারের রেকর্ড ফ্রেঞ্চ ওপেন বিজয়ী নাদালকে ছাড়া এবার লাল মাটির সর্বোচ্চ এই টুর্নামেন্ট জয়ের বড় সুযোগ রয়েছে তার সামনে। দুইবারের বিজয়ী জকোভিচ নাদালের কাছে সর্বশেষ ১০টি ফ্রেঞ্চ ওপেনের আটটিতেই পরাজিত হয়েছেন। অস্ট্রেলিয়ান ওপেনে কোমরে চোট পাওয়া নাদাল সেই ইনজুরি কাটিয়ে আর কোর্টে ফিরতে পারেননি।
ড্রয়ে একই ভাগে থাকায় সেমিফাইনালেই হয়তো দেখা হতে পারে জকোভিচ ও আলকারাজের।
আলকারাজ বলেছেন, ‘রোলা গাঁরোতে রাফা খেলতে পারবে না জেনে আমি খুব হতাশ হয়েছি। আমি সবসময়ই বিশ্বের সেরা খেলোয়াড়দের খেলা এই ধরনের টুর্ণামেন্টে দেখতে পছন্দ করি।’
৩৬ বছর বয়সী জকোভিচকে কোয়ার্টার ফাইনালে মন্টে কার্লো চ্যাম্পিয়ন আন্দ্রে রুবলেভেরও কঠিন বাঁধা পার করতে হবে।
ড্রয়ের আরেকটি ভাগ অবশ্য বেশ কিছুটা উন্মুক্ত আছে। প্যারিসের ক্লে কোর্টে এর আগে কখনই কোয়ার্টার ফাইনাল পার করতে না পারলেও ইন-ফর্ম মেদভেদেভ এখানে সর্বোচ্চ বাছাই খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন। ২০২১ সালে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার আগে প্রথম চার সফরেই এই রাশিয়ান প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছিলেন। মেদভেদেভ বলেছেন, ‘এগিয়ে যাবার পথে আমি নিজের উপর অতি মাত্রায় চাপ প্রয়োগ করতে চাইনা। কিন্তু রোমে যা হয়েছে, অসাধারণ। বিশেষ করে দারুন সব খেলোয়াড়দের পরাস্ত করাটা দুর্দান্ত ছিল।’
গত বছর বিস্ময়করভাবে কোয়ার্টার ফাইনালে খেলা তরুন হোলগার রুন শেষ আটে কাসাপার রুডের মোকাবেলা করতে পারেন। এক বছর আগে নাদালকে হারিয়ে ফাইনালে পৌঁছানো রুড শেষ পর্যন্ত আলকারাজের কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু নরওয়েজিনার নাম্বার ফোর এবার খুব একটা ছন্দে নেই। শেষ ১০টি টুর্নামেন্টে রুড মাত্র দুটিতে কোয়ার্টার ফাইনালে খেলেছেন।
২০২১ সালের ফাইনালে জকোভিচের কাছে পরাজিত স্টিফেনোস টিসিতসিপাসকেও ফেবারিট হিসেবে মানা হচ্ছে। ২০১৮ সালের পর থেকে যদিও তার কোন শিরোপা পাওয়া হয়নি।
নারী বিভাগে বর্তমান চ্যাম্পিয়ন সোয়াইটেকের সাথে অস্ট্রেলিয়ান ওপেন বিজয়ী আরিনা সাবালেঙ্কা ও এলিনা রিবাকিনাকে ফেবারিট মানা হচ্ছে। এই তিনজন শেষ চারটি গ্র্যান্ড স্ল্যামের শিরোপা জিতেছেন। এবারের টুর্ণামেন্টে ২২ বছরে পা রাখতে যাওয়া সোয়াইটেক তৃতীয় রোলা গাঁরো জয়ের লক্ষ্যে কোর্টে নামবেন। ২০০৭ সালে জাস্টিন হেনিনের পর প্রথম নারী খেলোয়াড় হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে তিনি খেলতে নামবেন। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে রিবাকিনার বিরুদ্ধে উরুর ইনজুরির কারনে অবসর নিলেও ফ্রেঞ্চ ওপেনকে সামনে রেখে বুধবার অনুশীলন করেছেন। এ সম্পর্কে সোয়াইটেক বলেছেন, ‘সৌভাগ্যবশত: গুরুতর কিছু হয়নি। সে কারনে দু’দিন বিশ্রামে ছিলাম। এখনো ইনজুরিটা আছে।’
চার নম্বর খেলোয়াড় উইম্বলডন চ্যাম্পিয়ন রিবাকিনা ইতোমধ্যেই এ বছর রোম ও ইন্ডিয়ান ওয়েলস জয়ী হয়েছেন। সেমিফাইনালে সোয়াইটেকের সাথে তার দেখা হয়ে যেতে পারে।
সুত্র বাসস
ভোলায় ধান চাউল আড়ৎ মালিক সমিতির কমিটি গঠন
আমরা সবাই চাই একটি সুষ্ঠু নির্বাচন হোক: পররাষ্ট্র উপদেষ্টা
ভোলায় আবাসিক হোটেল থেকে ব্যবসয়ারী ঝুলন্ত মরদেহ উদ্ধার
ভোলায় অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ
২৪ ঘণ্টার মধ্যে এনআইডি পাবেন তারেক রহমান
বাবার সঙ্গে ভোটার হচ্ছেন জাইমা রহমান
ঢাকা-১৭ আসনে ভোটার হচ্ছেন তারেক রহমান: ইসি সচিব
ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
মাঠেই হার্ট অ্যাটাক করে মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের কোচ
বিএনপিতে যোগ দিয়ে মনোনয়ন পেলেন রাশেদ খান
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
জাতীয় সংসদে জাতির পিতার ছবি টানানোর নির্দেশ
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক