অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ১৪ই এপ্রিল ২০২৫ | ৩০শে চৈত্র ১৪৩১


ভালুকায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৪ঠা এপ্রিল ২০২৩ দুপুর ০২:৫৪

remove_red_eye

২৪০

ভালুকা উপজেলা  গতকাল উপশী আউস ধান আবাদের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ বিভাগ প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার দুপুর ১টায় উপজেলা কমলা উন্নয়ন প্রশিক্ষণ হলরুমে বীজ ও  সার বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় সংসদ সদস্য আলহাজ কাজীম উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি উপস্থিত থেকে আজ বীজ ও সার বিতরণ করেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নইন হাসান , কৃষকলীগের সভাপতি আহসান হাবীব প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলা ১১টি ইউনিয়নের ৫০০ জন ক্ষুদ্র প্রান্তিক মাঝারি কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি আউশ বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।

সুত্র বাসস