অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৩ই পৌষ ১৪৩২


বাংলাদেশের রাজনীতিতে বিএনপি অস্তিত্বহীন :এমপি মুকুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই নভেম্বর ২০১৯ রাত ০৮:১৮

remove_red_eye

১০৫০

আহমদ শরীফ, দৌলতখান || বাংলাদেশ উন্নয়নের রোল মডেল বলে মন্তব্য করেছেন ভোলা- ২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি। সোমবার সকাল ১১ টায় দৌলতখান হাজিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন। জাতির পিতার ৭ মার্চের ভাষন ছিলো বাঙ্গালির মুক্তির সনদ। ৯ মাসে বিশ্বের ইতিহাসে কোন দেশ স্বাধীন হয়েছে এমন নজির নেই, জাতির পিতা দেখিয়েছেন সাড়ে সাত কোটি মানুষকে কি ভাবে এক করে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়। ৩ বছর ৬ মাসের মাথায় জাতির পিতাকে হত্যা করে ওরা মনে করেছিলো বাংলার স্বাধীনতা নস্যাত করে দিবে। কিন্তু মোহান রাব্বুল আল- আমিন জাতির পিতার কন্যার হাতে দেশের অর্থনীতির সনদ তুলে দিয়েছেন। তাকে হত্যার বহু ষড়যন্ত্র হয়েছে কিন্তু মোহান রাব্বুল আল-আমিন যার সহায় তাকে কি কওে শেষ করাজাবে। মাননীয় প্রধানমন্ত্রী ট্রাকের নিচের গ্রেনেড ফুটেনা যাকে আল্লা রক্ষা করে তাকে শেষ করার ক্ষমতা খালেদা নিজামিরা রাখেনা। বাংলাদেশের শিক্ষার মান উন্নতিতে পৌছেছে, বিনামূল্যে ডিসেম্বরের আগে প্রতিবছর বই তুলে দেন শিক্ষার্থীদের হাতে, মানুষ অনেক সচেতন, শেখ হাসিনা স্বপ্ন দেখেন,স্বপ্ন, দেখান এবং বাস্তবায়ন করেন। ১৬ কোটি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে শেখ হাসিনার নেতৃত্বে সরকার। মানুষের জীবন যাএার মান বেড়েছে, মাথা পিচু আয় বেড়েছে, দৌলতখানে শত ভাগ বিদ্যুৎ নিশ্চিত করেছেন, শুধু শেখ হাসিনার জন্য। হাজিপুর ইউনিয়ন আওয়ামিলীগ সভাপতি মোশারেফ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামি লীগ সভাপতি নাছির আহম্মেদ খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রসিদ বাবুল, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, হাজিপুর ইউপি চেয়ারম্যানও উপজেলা যুবলীগের সম্পাদক হামিদুর রহমান টিপু সার্বিক তত্বাবধানে সুন্দর একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে হাজিপুর চর থেকে শত, শত, নৌকায় হাজার হাজার মানুষ সম্মেলনে অংসগ্রহন করে। মোশারেফ হোসেনকে সভাপতি, নুরবী সিকদার ফয়সাল পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়। নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ফয়সাল পারভেজ এর নেতৃত্বে একটি বিশাল মিছিল অনুষ্ঠানে যোগদেয় যা সবার নজর কারে।
ভবানিপুর ইউনিয়নে বিকাল ৫ টায় অনুষ্ঠিত সম্মেলনে ভবানিপুর ইউপি সভাপতি ও চেয়ারম্যান গোলাম নবী নবুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সাংসদ আলি আজম মুকুল এমপি । বক্তব্য রাখেন উপজেলা আওয়ামি লীগ সভাপতি নাছির আহাম্মদ খান, উপজেলাপরিষধ চেয়ারম্যান মন্জুর আলম খান, পৌর মেয়র জাকির হোসেন তালুকদার, সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গির, সাবেক উপজেলা চেয়ারম্যান মামুনুর রসিদ বাবুল চৌধুরীসহ উপজেলা নেতৃবৃন্দ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন পার্টির গঠন তন্ত্র মেনে সব কমিটির গঠন করা হচ্ছে, কোন ভাই লীগ চলবেনা, শেখ হাসিনার আওয়ামী লীগ জারা করে তারাই কমিটিতে আসবে এর বাইরে কেউ না। ধোকা বাজির রাজনিতি আমরা করিনা উন্নয়ন ছোয়া মানুষের ঘড়ে ঘড়ে, সুফল পাচ্ছে মানুষ, শেখ হাসিনা মানুষকে ভালোবাসেন আমরা সবাই তার কর্মি, শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে চলছে দেশ, শেখ হাসিনার উন্নয়ন, আমার গ্রাম আমার শহর। ভোলায় বেকার যুবকদের কর্মসংস্থান জন্য ভোলায় ব্যাপক উন্নয়ন এর মহাপরিক্লপনা করা হয়েছে, শিল্প কারখানা গড়ে উঠবে। তিনি আরও বলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পদার্পন করবে।