অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


ইয়ুথ পাওয়ার বাংলাদেশের উদ্দ্যোগে ভোলায় ছিন্নমূল মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১৯শে জানুয়ারী ২০২০ রাত ০২:৪৬

remove_red_eye

৫৪৫



বাংলার কণ্ঠ প্রতিবেদক : কনকনে শীতে বেড়ী বাঁধের খেটে খাওয়া অসহায় দুস্থ-গরীব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে তরুদের সংগঠন ইয়ুথ পাওয়ার বাংলাদেশ। শনিবার (১৭ জানুয়ারী) ভোরে ভোলা সদর উপজেলার তুলাতুলী বেড়ী বাঁধে বসবাস করা শতাধিক ছিন্নমূল পরিবারের শিশু ও বৃদ্ধাদের মাঝে শীতবস্ত্র বিতরন করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় সংগঠনের উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী মো: সোহাগ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই কম্বল বিতরন করেন। এসময় উপস্থিত ছিলেন ইযুথ পাওয়ার ইন বাংলাদেশের ফাউন্ডার সাংবাদিক আদিল হোসেন, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, জান্নাতুল আইরিন, আব্দুল্লাহ নোমান, ইমতিয়াজুর রহমান প্রমুখ। এসময় সংগঠনের নেতৃবৃন্দ ভোলার বৃত্তবান ও ব্যবসায়ীদের শীত নিবারনের জন্য শীতবস্ত্র নিয়ে চরাঞ্চল, বেড়ী বাঁধের পাড়ে খেটে খাওয়া দারিদ্যের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানায়।