অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


সালাহউদ্দিনকে দেশে আনা সরকারের দায়িত্ব: ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই মার্চ ২০২৩ সন্ধ্যা ০৭:০৬

remove_red_eye

১৮২

ভারত থেকে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনা সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি।

এর আগে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা থেকে দেশটির আদালতে বেকসুর খালাস পান সালাহউদ্দিন আহমেদ। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।

এ বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা বাংলাদেশ সরকারের কাছে আহ্বান জানাচ্ছি, সালাহউদ্দিন আহমেদকে মুক্ত অবস্থায় দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক।

সালাহউদ্দিনকে বাংলাদেশের একজন বিশিষ্ট রাজনীতিবিদ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘ আট বছর ভারতে কারাগারে এবং নজরবন্দি অবস্থায় কাটাতে হয়েছে। তাকে ভারতের সর্বোচ্চ আদালত বেকসুর খালাস দেওয়ার পর দেশে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের।

সুত্র জাগো