অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ | ২৯শে পৌষ ১৪৩১


তত্ত্বাবধায়ক সরকার এ দেশে আর আসবে না : কামরুল ইসলাম


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে ফেব্রুয়ারি ২০২৩ সন্ধ্যা ০৭:০৮

remove_red_eye

১২৩

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার আর কখনও এ দেশে ফিরে আসবে না। সংবিধান অনুযায়ি এদেশে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ গণ আজাদী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। 
কামরুল ইসলাম বলেন, সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি অহেতুক ভিত্তিহীন আন্দোলন করছে। তাদের তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নেয়ার প্রশ্নই ওঠে না। এ দেশে আর কখনও তত্ত্বাবধায়ক সরকার ফিরবে না।
বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহবান জানিয়ে তিনি বলেন, নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অহেতুক মিথ্যাচার করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বিএনপি। তাদের আন্দোলনে নামানোর চেষ্টা করছে তারা।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য আরো বলেন, বিএনপির সাথে জনগণ নেই বলে তারা ক্ষমতায় যাওয়ার জন্য বিদেশীদের কাছে ধর্না দিচ্ছে। বিকল্প পথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে।  তাদের সেই আশা নিরাশাই থেকে যাবে। নির্বাচন ছাড়া ক্ষমতায় পালাবদলের কোন সুযোগ নেই।
তিনি বলেন, দেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। উন্নয়নের ধারা ব্যাহত করতে দেশবিরোধী অপশক্তিগুলো জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 
গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন,  বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান,  গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহবায়ক অসিত বরণ রায়,  ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর সভাপতি আবুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

সুত্র বাসস