অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


কারাগারে অসুস্থ বিএনপি নেতা সপু


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১৮ই ফেব্রুয়ারি ২০২৩ বিকাল ০৪:৪৪

remove_red_eye

৩১৮

কারাগারে যাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। শারীরিকভাবে অসুস্থ হলে শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দিনগত রাতে তাকে ঢাকার সেন্ট্রাল পুলিশ হাসপাতালে (সিপিএইচ) নেওয়া হয়।

 

সেখানে চিকিৎসা শেষে আবারও রমনা থানায় আনা হয়েছে বলে জানান তার স্ত্রী আনজুমান আরা বেগম।

 

তিনি বলেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজের সাবেক ভিপি সপু জামিনে মুক্তি পাওয়ার পর কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে শুক্রবার বিকেলে ফের গ্রেফতার করে রমনা থানা পুলিশ।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি দিনগত রাত আনুমানিক দেড়টার দিকে ধানমন্ডির শংকরস্থ বাসা থেকে সপুকে গ্রেফতার করে হাজারীবাগ থানা পুলিশ।

আনজুমান আরা বেগম বলেন, সপু উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগে আক্রান্ত। তাকে নিয়মিত বিভিন্ন ওষুধ সেবন করতে হয়। কিন্তু মিথ্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন সপু। তিনি অবিলম্বে তার স্বামীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।