অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৮ই অক্টোবর ২০২৪ | ২৩শে আশ্বিন ১৪৩১


বাঘাইছড়িতে ২ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১১ই মার্চ ২০১৯ সকাল ১০:৫৮

remove_red_eye

৭৬৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের দু’নেতাকে অব্যাহতি দিয়েছে জেলা ছাত্রলীগ।

রোববার (১০ মার্চ) দিনগত রাতে এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

অব্যাহতি প্রাপ্ত নেতারা হলেন- বাঘাইছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক এবং উপ-প্রচার সম্পাদক জাহেদ।

সংগঠনটির জেলার সভাপতি আব্দুল জব্বার সুজন বিষয়টির নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পেয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি।

তিনি বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ দু’নেতা দলীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না। এসময়ের মধ্যে তাদের বর্তমান কোনো কর্মকাণ্ডের দায়ভার দল নেবে না বলেও জালিয়েছেন ছাত্রলীগের এ নেতা।