অনলাইন সংস্করণ | ভোলা, রবিবার, ২৮শে ডিসেম্বর ২০২৫ | ১৪ই পৌষ ১৪৩২


লালমোহনের মেঘনার পাড়ের দ্বীনি শিক্ষার আলোকবর্তিকা মাও:আবু বক্কর


লালমোহন প্রতিনিধি

প্রকাশিত: ২৮শে অক্টোবর ২০২২ রাত ০১:৪১

remove_red_eye

২৩৬



মো.রুহুল আমিন, লালমোহন : মাও: আবু বক্কর। ভোলার লালমোহনের ধলীগৌরনগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বেড়িবাঁধের বাত্তিরখাল এলাকার মসজিদের ইমাম তিনি। প্রায় ৩০ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করছেন তিনি। সবশেষ বিগত কয়েক বছর ধরে এই মসজিদটিতে ইমামতির পাশাপাশি মক্তবও পরিচালনা করে আসছেন মাও: আবু বক্কর। যেখানে প্রতিদিন ৩০-৪০ জন কোমলমতি শিক্ষার্থী আরবি পড়ছে।
মূলত, মাও: আবু বক্করের হাত ধরেই এসব কোমলমতী শিক্ষার্থীদের আরবি শিক্ষার হাতেখড়ি শুরু। শিক্ষার্থীরা তার কাছ থেকে সূরা, কেরাত ও কোরআন শরীফ শিক্ষা গ্রহণ করে। এছাড়া মাও: আবু বক্কর কোমলমতী এসব শিক্ষার্থীদের শিখাচ্ছেন ধর্মীয় বিভিন্ন রীতিনীতি। নিজের সন্তানদের মত করে তিনি শিক্ষার্থীদের গড়ে তুলছেন ধর্মীয় শিক্ষায়।
জানা যায়, মাসিক পাঁচ হাজার টাকা সম্মানিতে মসজিদের দায়িত্ব পালন করেন মাও: আবু বক্কর। মেঘনা তীর আর এলাকার সকলে জেলে পেশার সঙ্গে জড়িত থাকায় তাঁর কয়েক মাসের সম্মানি বাকি পড়ে আছে। তবুও কোনো আক্ষেপ নেই মাও: আবু বক্করের। নিজের কষ্ট হলেও ধর্মীয় শিক্ষা থেকে প্রত্যন্ত গ্রামের শিশুরা যেন বাদ না পরে সেজন্য চালিয়ে যাচ্ছেন এই মক্তবটি। তবে মক্তবের একটি বেড়া নেই। অতিরিক্ত অর্থ না থাকায় মক্তবটিকে ভালোভাবে মেরামতও করা সম্ভব হচ্ছে না। বৃষ্টির সময় শিক্ষার্থীদের পড়তে অসুবিধা হয়।
মাও: আবু বক্কর বলেন, ভোর বেলার এই মক্তব শিক্ষা ব্যবস্থা এখন অনেকটা হারিয়ে যাচ্ছে। এর প্রভাব পড়েছে এই এলাকাতেও। মেঘনা পাড়ের বেড়িবাঁধের কামারের খাল থেকে বাত্তির খাল পর্যন্ত শিশুদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো মক্তব নেই। এসব এলাকার শিশুরা যেন ধর্মীয় শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে যার জন্যই নিজের কষ্ট হলেও বছরের পর বছর ধরে চালিয়ে আসছি এ মক্তবটি।
দাবী জানিয়ে তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মসজিদ ভিত্তিক মক্তব চালু করেছেন। বর্তমান সরকারের অনেক ভালো কাজের মধ্যে এটিও অন্যতম। তবে নদী পাড়ের এই গ্রামে মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা চালু হয়নি। শিগগিরই যদি এ এলাকায় মসজিদ ভিত্তিক মক্তব ব্যবস্থা চালু করা হয় তাহলে শিশু শিক্ষার্থীরা আরো ভালোভাবে ইসলামী শিক্ষা গ্রহণ করতে পারতো। জেলে পরিবারের  শিশুরা ধর্মীয় শিক্ষায় নিজেদের আলোকিত করতে সক্ষম হতো।
মাও: আবু বক্করের কাছে পড়তে আসা শিক্ষার্থী সামিয়া, ফাহিমা ও ইসমাইল জানায়,  হুজুরের কাছে আমাদের অনেকের বাবাও পড়েছে। এখন আমরাও পড়ছি। হুজুর আমাদের যতœ সহকারে আরবি ও ধর্মীয় বিভিন্ন শিক্ষা দিচ্ছেন। টাকার জন্যও কখনও জোর করেন না তিনি।
লালমোহন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. আল-মামুন জানান, ওই এলাকায় একটি মসজিদ ভিত্তিক মক্তব দরকার। সামনের সার্কুলারে সেখানে একটি মসজিদ ভিত্তিক মক্তব কেন্দ্র স্থাপনের সর্বোচ্চ চেষ্টা করবো।





ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

ভোলা-২ আসনে বিএনপির প্রার্থী হাফিজ ইব্রাহিমের মনোনয়নপত্র দাখিল

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

সাইবার নিরাপত্তা জোরদারের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

তারেক রহমান ও জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন জুবায়ের রহমান চৌধুরী

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

রোজায় খোলা থাকবে স্কুল, শবে মেরাজ-আশুরায় থাকছে না ছুটি

আসন সমঝোতা প্রায় সম্পন্ন, শিগগির জানানো হবে: জামায়াত আমির

আসন সমঝোতা প্রায় সম্পন্ন, শিগগির জানানো হবে: জামায়াত আমির

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

হাদি হত্যা মামলার চার্জশিট ৭ জানুয়ারি

এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

এলডিপি ও এনসিপি আমাদের সঙ্গে যুক্ত হয়েছে: জামায়াত আমির

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

ভারতে সংখ্যালঘু হত্যাকাণ্ডে উদ্বেগ জানালো বাংলাদেশ

আরও...