অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


‘দায়িত্ব পালনে আপসহীন ছিলেন আকবর আলি খান’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ই সেপ্টেম্বর ২০২২ সন্ধ্যা ০৭:২৮

remove_red_eye

২৬৮

বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আকবর আলি খানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) এক শোকবার্তায় প্রয়াতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

একইভাবে শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।

জিএম কাদের শোকবার্তায় বলেন, এক আদর্শবান মানুষ ছিলেন আকবর আলি খান। নতুন প্রজন্মের সামনে অনুকরণীয় আদর্শ রেখে গেছেন তিনি। মহান স্বাধীনতা যুদ্ধে তার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যে কোনো দায়িত্ব পালনে আপসহীন ছিলেন আকবর আলি খান। প্রশাসন পরিচালনা অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতায় তিনি ছিলেন অনন্য। তার মৃত্যুতে দেশের অভিভাবক মহলে যে শূন্যতা তৈরি হলো তা পূরণের নয়।

সুত্র জাগো