অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


ভোলায় সংর্ঘষে আহত ছাত্রদল সভাপতি নুরে আলমকে দেখতে হাসপাতালে ফখরুল


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ১লা আগস্ট ২০২২ রাত ১০:২৯

remove_red_eye

৩১৬

ভোলা জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে গুলিতে গুরুতর আহত জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নুরে আলমকে দেখতে রাজধানীর গ্রিন রোডের কমফোর্ট হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১ আগস্ট) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একই ঘটনায় নিহত ভোলা স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আব্দুর রহিমের গায়েবানা জানাজা শেষে তিনি হাসপাতালে পৌঁছান।

এ সময় তিনি চিকিৎসকের কাছ থেকে নুরে আলমের বর্তমান অবস্থা সম্পর্কে জানেন। কথা বলেন হাসপাতালে উপস্থিত নুরে আলমের পরিবারের সদস্যদের সঙ্গে।

মির্জা ফখরুলের সঙ্গে ছিলেন নুরে আলমের বড় ভাই মো. আবুল কাশেম, বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য হায়দার আলী লেনিন, ড্যাবের যুগ্ম মহাসচিব ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহীনুল ইসলাম, সাবেক ছাত্রদল নেতা কাজী মোক্তার হোসেন, রাশেদ ইকবাল প্রমুখ।

সুত্র জাগো নিউজ