অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


করোনায় ৫ জনের মৃত্যু ; শনাক্তের হার ৬.৮৩ শতাংশ


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭শে জুলাই ২০২২ রাত ০৯:০৪

remove_red_eye

১৮৪

দেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন। আগের দিন এই রোগে মারা গিয়েছিল ৪ জন। এ সময়ে সংক্রমণ বেড়েছে দশমিক ৬৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ২৮০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। শনিবার করোনায় শনাক্তের হার ছিল ৬ দশমিক ১৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৩ শতাংশে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পর্যন্ত ১ কোটি ৪৫ লাখ ৮২ হাজার ২৪০ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩ হাজার ৫৭০ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৭৪ শতাংশ।
গত ২৪ ঘন্টায় ৯ হাজার ১৬২ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৬২৬ জন। আগের দিন ১০ হাজার ১১৯ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিল ৬২১ জন।
দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৮৩৯ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৩৯ হাজার ২১১ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৭৯ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৭৮ শতাংশ।
এদিকে রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ৬ হাজার ২৬৫ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৯১ জন। শনাক্তের হার ৪ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩১ শতাংশ।

সুত্র বাসস