অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


সন্ধ্যায় বাসায় ফিরবেন খালেদা জিয়া


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪শে জুন ২০২২ দুপুর ১২:৪০

remove_red_eye

২৮৯

রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জুন) সন্ধ্যায় হাসপাতাল থেকে তার গুলশানের বাসায় যাবেন।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, খালেদা জিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। ভর্তির পর তার এনজিওগ্রাম করা হলে তার হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা তার হার্টের ৯৯ শতাংশ ব্লকে রিঙ পরান। বাকি দুটো ব্লকে ওষুধ দিয়ে চিকিৎসা চালান চিকিৎসক দলের সদস্যরা।

উল্লেখ্য, এবার নিয়ে চতুর্থবার অসুস্থ হয়ে একই হাসপাতালে চিকিৎসা নেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন থেকে ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, অ্যাজমা, আর্থাইটিসসহ নানাবিধ রোগে আক্রান্ত।