অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলা জেলা আ’লীগের কমিটি গঠন: সভাপতি মজনু সম্পাদক বিপ্লব


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই জুন ২০২২ রাত ১১:১৫

remove_red_eye

৫৪৪





বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলা সরকারি বালক উচ্চ স্কুল মাঠে শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে নতুন কমিটি গঠন করা হয়েছে। সম্মেলনের প্রথম পর্ব শেষে বিকালে কমিটি গঠনকালে সভাপতি পদে বর্তমান বিদায়ী সম্পাদক আবদুল মমিন টুলু ও সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লার নাম ওঠে। এছাড়া সাধারণ সম্পাদক পদে একক প্রার্থী হিসাবে সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবের নাম প্রস্তাব করে সর্বসম্মত ভাবে সমর্থন করা হয়। পরে দলের স্বার্থে প্রবীন ও নবীনের সমন্বয়ে ফজলুল কাদের মজনু মোল্লাকে সভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে সাধারণ সম্পাদক ও আবদুল মমিন টুলুকে সিনিয়র সহ সভাপতি করে  নব গঠিত কমিটি ঘোষনা করেন  কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আফম বাহাউদ্দিন নাছিম । এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক মন্ত্রী, ভোলা-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য  তোফায়েল আহমেদ আওয়ামী লীগের রাজনীতিকে গতিশীল করার জন্য এ সিদ্ধান্ত মেনে নেয়ার অনুরোধ জানান। কমিটি গঠন সভার সভাপতিত্ব করেন  বরিশালের অভিভাবক পার্বত্য চট্টগ্রামের শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিক্ষন কমিটির আহŸায়ক আবুল হাসনাত আবদুল্লাহ। সভার সিদ্ধান্তক্রমে আগের কমিটির সভাপতি ফজলুল কাদের মজনুকে ফের সভাপতি , আবদুল মমিন টুলুকে সিনিয়র সহসভাপতি ও মইনুল হোসেন বিপ্লবকে  সাধারন সম্পাদক  ঘোষনা করা হয়। এছাড়া আগামী ১ মাসের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করা হবে বলে জানানো হয়।