অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিÍগার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১০ই জুন ২০২২ রাত ১২:০৩

remove_red_eye

৫২৮

মোঃ ইসমাইল II ভোলা সদরের পরানগঞ্জস্থ হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরিÍগার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকালে বিদ্যালয় হলর¤œমে এই বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিÍগক মো. টিপু সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোজাম্মেল হক মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যÍগ মো. সিরাজুল ইসলাম, সিনিয়র অধ্যাপক মো. শফিকুল ইসলাম, উত্তর চরপোটকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিÍগক মাওলানা মো. মহিউদ্দিন, অত্র প্রতিষ্ঠানের গভর্নিং বডির সাবেক সদস্য মো. র¤œজবিন আহম্মেদ মুকুল তালুকদার, গভনিং বডির সদস্য মো. ওয়াসিমুল হক উজ্জল তালুকদার, বাপ্তা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নুর¤œল ইসলাম খাঁন প্রমূখ। এছাড়া অত্র প্রতিষ্ঠানের সকল শিÍগক-শিÍিগকা, কর্মচারী, শিÍগার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিÍগকরা বিদায়ী শিÍগার্থীদের উদ্দ্যেশে তাদের বক্ত্যবে বলেন, এই স্কুলে তোমাদের স্মৃতি মধূর দীর্ঘ ৫টি বছর কেটেছে। বিদ্যালয়ের শিÍগকরা যেভাবে শিখিয়েছেন সেগুলো স্মরনে রাখবে। ভালো ফলাফল করে বিদ্যালয়ের সুনাম ধরে রাখবে। তোমাদের প্রাণোচ্ছল পদভারে এই স্কুলে আঙ্গিনা ছিল মুখরিত। কঠোর অধ্যভাষায় নিরলস শ্রম ও আšত্মরিক আগ্রহে নিজেদের আলোকিত মানুষ হিসেবে গড়ার সাধনায় তোমরা সর্বদাই সচেষ্ঠ ছিলে, আজ ভবিষৎতের সিঁড়িতে তোমরা যখন প্রজ্ঞার ছায়া ফেলতে যাচ্ছো তখন বলি এই স্কুলের স্মৃতিময় দিনগুলো আর শিÍগক-শিÍিগকাদের ঐকাšিত্মক অবদানের কথা যেন তোমরা ভূলে না যাও। এই বিদ্যানিকেতনের অভিজ্ঞতা ও ঐতিহ্য যেন হয় তোমাদের ভবিষৎ গড়ে তোলার প্রেরণা। তোমাদের সাথে আমাদের প্রীতিময় বন্ধন যেন অটুক থাকে আজীবন। চিরস্মরণীয় হয়ে থাকুক আজকে স্মৃতির প্রতিটিÍগণ প্রতিটি মুহুর্ত।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীÍগার্থীদের সফলতা ও নতুন শিÍগার্থীসহ সকলের সাফল্য কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন, অত্র প্রতিষ্ঠানের শিÍগক মাওলানা মোহাম্মদ বিল¯œাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন, অত্র প্রতিষ্ঠানের শিÍিগকা কাজী নাসিমা শিরিন।







আরও...