অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৫ই পৌষ ১৪৩২


ভোলায় ব্যাচ ৯৩'র বন্ধুদের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৮ই মে ২০২২ দুপুর ০১:৫৪

remove_red_eye

৩৯৩

ভোলায় ব্যাচ ৯৩'র বন্ধুদের উদ্যোগে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ এপ্রিল) ভোলা সদর উপজেলার দর্শনীয় স্থান শিবপুর শান্তির হাট এলাকার মেঘনা নদীর পাড়ে এই আয়োজন করা হয়। দিনব্যাপী গান পরিবেশন, ফুটবল খেলা, নদীতে গোসল করাসহ নানান আয়োজনের মধ্য দিয়ে ঈদ পরবর্তী নিজেদের সেরা একটি দিন কাটান ৯৩'রবন্ধুরা। দুপুরে ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ফুটবল ম্যাচে বন্ধুরা দুটি দলে বিভক্ত হয়ে রবিন মনির গ্রুপ বনাম আক্তার রনি গ্রুপ। ফুটবল খেলায় ম্যাচে রবিন মনির গ্রুপের পক্ষ হয়ে মুনতাসির আলম রবিন চৌধুরি একটি অসাধারণ গোল দিয়ে   রবিন মন্দির গ্রুপ কে জয়লাভ করায়।

করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন পর ৯৩'র বন্ধুদের পরস্পরের সঙ্গে কাটানো এই মিলন মেলা আনন্দ মেলায় রূপ নেয়। এ সময় ৯৩'র বন্ধুরা আগামীতে আরো বড় পরিসরে মিলন মেলার পাশাপাশি অন্যান্য সামাজিক অনুষ্ঠানের আয়োজন ও পরিকল্পনার কথা জানান।

এসময় ভোলা জেলা ব্যাচ ৯৩ এর কমিটির সভাপতি এম,ডি মোস্তাফিজুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মুনতাসীর আলম রবিন চৌধুরী, সহ-সভাপতি এডভোকেট সোয়েব আল মামুন, নেয়ামত উল্যাহ, জাকির হোসেন মনির, ডঃ ফিরোজ মাহমুদ, জেলা সেচ্ছাসেবকলীগ নেতা আকতার হোসেন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মীর মোস্তাফিজুর রহমান রনি, আবৃত্তি শিল্পী মশিউর রহমান পিংকু শিক্ষক আলী হোসেন নিজাম বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আনোয়ার শেখ,সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্নভোজের পরে এই আনন্দের মুহুর্তকে স্বরনীয় করে রাখাতে ক্যামেরা বন্দী হন ৯৩'র বন্ধুরা।





আরও...