অনলাইন সংস্করণ | ভোলা, সোমবার, ৭ই এপ্রিল ২০২৫ | ২৩শে চৈত্র ১৪৩১


‘হাজী সেলিম আইন মেনেই বিদেশে গেছেন এবং ফিরেছেন’


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৫ই মে ২০২২ সন্ধ্যা ০৭:১২

remove_red_eye

৩৪৩

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘হাজী সেলিম সংসদ সদস্য। তিনি আইন মেনেই দেশের বাইরে গিয়েছিলেন এবং আইন মেনেই ফিরে এসেছেন।’

বৃহস্পতিবার (৫ মে) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

 

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘হাজী সেলিম জরুরি চিকিৎসার জন্য ব্যাংককে গিয়েছিলেন। তিনি ফেরত এসেছেন। তিনি একজন সংসদ সদস্য, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনকে মাথায় রেখেই তিনি বিদেশে গেছেন।’

ঈদের ছুটি চলাকালে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব স্বাভাবিক ছিল, সুন্দর ছিল। অন্যান্য বছরের তুলনায় অনেক অনেক ভালো ছিল। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় সজাগ থাকে, এবারও সজাগ ছিল। জনগণও সর্বাত্মক চেষ্টা করেছে, যাতে আইনশৃঙ্খলা সমুন্নত থাকে। মলম পার্টি, অজ্ঞান পার্টি আমরা দূর করতে পেরেছি।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপি রাজনৈতিক দল, নানা ধরনের কৌশল তারা অবলম্বন করবে জনগণের কাছে যাওয়ার জন্য। তারা যেসব কর্মসূচি দিচ্ছেন, সবগুলো জনগণের স্বার্থের বিরুদ্ধে দিচ্ছেন। সেজন্য জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৫ মে) দুপুর ১২টা ১৫ মিনিটে থাইল্যান্ডের ব্যাংকক থেকে ঢাকার হজরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সরকারি দলের সংসদ সদস্য হাজী সেলিম। গত শনিবার (৩০ এপ্রিল) বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ব্যাংককে যান ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হাজী সেলিম।’