অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় নিউজ টুয়েন্টিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৮শে জুলাই ২০১৯ রাত ১০:২০

remove_red_eye

৬৯৩


বাংলার কণ্ঠ প্রতিবেদক || বেসরকারি টিভি চ্যানেল নিউজ টুয়ান্টিফোরের ৪র্থ বর্ষে পদার্পন উপলক্ষে ভোলায় কেককাটা, আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টায় ভোলা প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন। এ সময় নিউজ-২৪ এর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন দৈনিক আজকের ভোলার সম্পাদক আলহাজ্ব মুহাম্মদ শওকাত হোসেন, হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্যপরিষদের ভোলা জেলা আহŸায়ক অবিনাশ নন্দি, ভোলা প্রেসক্লাবের সম্পাদক অমিতাভ রায় অপু, সহসভাপতি কামাল উদ্দিন সুলতান, বিশিষ্ট সাহিত্যিক কাজল কৌশিক, অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম, সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন, নাগরিক ফোরামের আহŸায়ক কামরুজ্জামান বাহাউদ্দিন, আবৃত্তি শিল্পি মশিউর রহমান পিংকু, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি হাসিব রহমান, একুশে টিভির মেজবাহ উদ্দিন শিপু, গাজী টিভির এম হেলাল উদ্দিন, চ্যানেল-২৪ এর আদিল হোসেন তপু, বাংলা টিভির জুয়েল সাহা বিকাশ, এটিএন নিউজের রাশেদ হোসেন রুবেল প্রমূখ।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন বলেন, বাংলাদেশে এতগুলো টেলিভিশন চ্যালেন থাকা সত্তে¡ও সংবাদ পরিবেশনে নিউজ-২৪ এর আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এর সংবাদ শিরনামগুলো অত্যন্ত চমৎকার হয়। শুধু সংবাদ পরিবেশনই নয় এর পাশাপাশি দেশ বাংলার প্রকৃতি ও পরিবেশ, সাহিত্য সংস্কৃতি অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরছে নিউজ-২৪। মাত্র তিন বছরে এই টিলিভিশন চ্যানেলটি দর্শকদের হৃদয় জয় করতে সক্ষম হয়েছে। এ সময় অন্যান্য বক্তারা নিউজ-২৪ এর দীর্ঘায়ু কামনা করেন।
জেএসবি/২৮ জুলাই