বাংলার কণ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২১ রাত ১০:৫১
৬৭৮
বাংলার কণ্ঠ প্রতিবেদক : বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, এখন সামনের দিকে সময় আসতেছে। এইভাবে দিন যাবে না। তালিকা শুরু হয়ে গেছে। পলায়নও শুরু হবে অবিলম্বে। আওয়ামী লীগের উদ্দ্যেশে বলেন, আপনাদের এখনো সময় আছে। অনেক কিছু দেখেছেন। অতি অল্প সময়ের মধ্যে এই সরকারের পতন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন। তিনি বলেন, আওয়ামী লীগের সব নেতাদের খুঁেজন, পকেটে পার্সর্পোট ও টিকেট পাবেন। কিন্তু প্লেনে উঠেতে দিবে না। দেখা যাবে কেউ নদী সাতরিয়ে, কেউ পায়ে হেঁটে পালিয়ে যাচ্ছেন মাননীয় সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী। তিনি আওয়ামী লীগের নেতাদের উদ্দেশ্য করে বলেন, আপনারা অনেককে এতো দিন দেখেছেন। এখন আর দেখা যায় না। সেই সময় আসতেছে । নদী সাতরিয়ে যেতে হবে। আফগানিস্তানে অনেকে হেলিকপ্টারের ডানা ধরে ঝুলেছে। নেতাদের ২/৪জন হেলিকপ্টাওে যেতে পারবে। তাদের হেলিকপ্টার রেডি আছে। বাকি আওয়ামী লীগের যারা রয়েছে তাদের তো হেলিকপ্টারে নিবে না। আপনাদের পায়ে হেঁটে যেতে হবে। নদী সাতরিয়ে যেতে হবে। কিংবা বিএনপি নেতাদের কাছে দয়া ভিক্ষা চেয়ে বাংলাদেশে থাকতে হবে। আমরা সেই ধরনের বাংলাদেশ সৃষ্টি করবো বলে হুশিয়ারি দিয়ে মেজর হাফিজ নিজ দলীয় নেতাকর্মীদের বলেন, প্রস্তুত হন সবাই। আমরা বিএনপি সরকার কায়েম করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাবো।
বুধবার বিকেল ভোলা শহরের কালিনাথ রায়ের বাজার নলিনী দাস মাধ্যমিক বালিকা বিদ্যালয় মাঠে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীতে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
মেজর (অবঃ) হাফিজ উদ্দীন বীরবিক্রম আরও বলেন, সব কিছুর একটা শেষ আছে। এখন আমরা টানেলের শেষে আলোর রেখা দেখতে পাচ্ছি। অতি অল্প সময়ের মধ্যে এই স্বৈর সরকারকে বিদায় নিতে হবে বাংলাদেশ থেকে। তাদের অপকর্মের কথা কেবল বাংলাদেশের মানুষ জানত। আজ সেই অপকর্মের কথা এখন বিশ্ববাসী জেনে গেছে। মেজর হাফিজ আরও বলেন, আবার আর একটি মুক্তিযুদ্ধ আমাদেরকে শুরু করতে হবে। আমরা ইনিয়ে বিনিয়ে শুধু খালেদা দিয়ার মুক্তি দাবি করবো না। এখন যেহেতু বহির্বিশ্বে তাদের পতনের ডাক বেজে উঠেছে আমরা চূড়ান্ত ঢোল বাজিয়ে তাদেরকে দেশ থেকে বিদায় করবো।
জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীরের সভাপতিত্বে জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এ্যাড. মজিবর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. বিলকিস জাহান, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মো. মাহবুবুল হক নান্নু, ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন আলম, ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. হাফিজ ইব্রাহীম, কেন্দ্রীয় যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, বরিশাল বিভাগ সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুস রহমান, ভোলা জেলা বিএনপির সহ সভাপতি আমিনুল ইুসলাম খান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুমেন, যুগ্ন সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ প্রমুখ।
দীর্ঘ দিন পর আয়োজিত জনসভায় ভোলা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে দুপুর থেকে বিএনপির এ সমাবেশকে ঘিরে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়।
মানবিকতার আলোকবর্তিকা : ভোলার প্রিয় জেলা প্রশাসক আজাদ জাহানের বিদায়বেলা
ভোলার মানবিক ডিসি মো. আজাদ জাহান অন্যত্র যোগদান, রেখে গেলেন সেবার উজ্জ্বল দৃষ্টান্ত
মনপুরায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ সমাবেশ
জুলাই সনদ ও গণভোটের আগে নির্বাচন নয় : মনপুরায় প্রফেসর কামাল উদ্দিন
মনপুরায় ধানক্ষেত থেকে হরিণ শাবক উদ্ধার
বরিশালে রেইজ প্রকল্পের দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন নানা পন্য নিয়ে উদ্যোক্তাদের মেলা
ফেব্রুয়ারিতে উৎসবমুখর ও সুষ্ঠু নির্বাচনের সব প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রধান উপদেষ্টা
জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা
চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের
জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে : প্রধান উপদেষ্টা
ভোলায় বিষের বোতল নিয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা
ভোলায় পাঁচ সন্তানের জননীকে গলা কেটে হত্যা
ভোলার ৪৩ এলাকা রেড জোন চিহ্নিত: আসছে লকডাউনের ঘোষনা
উৎসবের ঋতু হেমন্ত কাল
ভোলায় বাবা-মেয়ে করোনায় আক্রান্ত, ৪৫ বাড়ি লকডাউন
ভোলায় এবার কলেজ ছাত্র হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার
ভোলায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন করোনা রোগী: এলাকায় আতংক
ঢাকা-ভোলা নৌ-রুটের দিবা সার্ভিসে যুক্ত হলো এমভি দোয়েল পাখি-১র
ভোলায় কুপিয়ে হত্যা করে ব্যবসায়ীর টাকা ছিনতাই, আটক এক
ভোলার চরফ্যাশনে করোনা উপর্সগ নিয়ে এক নারীর মৃত্যু