অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


দক্ষিণবঙ্গ পলিটেকনিকের শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২১ রাত ০৯:৫২

remove_red_eye

৬৬৫



বাংলার কণ্ঠ  প্রতিবেদক : ভোলার দক্ষিণবঙ্গ পলিটেকনিকের ৪ বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসটার্মিনাল সংলঘœ দক্ষিণবঙ্গ পলিটেকনিক ইনসটিটিউটের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিসেস আসমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলা প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন নাজিউর রহমান কলেজের সহকারী অধ্যাপক জুন্নু রায়হান এবং বাংলাদেশ সংবাদ সংস্থার স্টাফ রিপোর্টার হাসনাইন আহমেদ মুন্না, ভোলা সদরের উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদ হাসান। এসময় বক্তব্য রাাখেন, প্রকৌশলী বিল্লাল নাফিস, সমির চন্দ্র রায়,মাকসুদুর রহমান,মেহেদি হাসান প্রমুখ।   
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রে কারগরি শিক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই বর্তমান সরকার কারিগরি শিক্ষার প্রতি খুবই গুটুত্ব দিয়েছে। এসময় বক্তারা কারিগরি শিক্ষার প্রচার ও প্রসারে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।