অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


বোরহানউদ্দিনে ট্রাক চাপায় নারী এএসআই নিহত


বোরহানউদ্দিন প্রতিনিধি

প্রকাশিত: ২রা মে ২০২১ বিকাল ০৫:১৬

remove_red_eye

৬৯৯



চালকসহ ট্রাক আটক



বোরহানউদ্দিন প্রতিনিধি :ভোলার বোরহানউদ্দিন উপজেলায় ট্রাকচাপায় আকলিমা আক্তার (৩৮) নামের পুলিশের এক এএস আই নিহত হয়েছে। রবিবার দুপুর সাড়ে ১২ টায় বোরহানউদ্দিন কুঞ্জেরহাটের বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আকলিমা বোরহানউদ্দিন থানায় কর্মরত ছিলেন। এ  ঘটনায় চালক সহ ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে। নিহত আকলিমার বাড়ি পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়। তার স্বামী জসিম উদ্দিন সদর থানায় পুলিশের এসআই হিসেবে কর্মরত আছেন। দুই সন্তানের জননী আকলিমার বড় ছেলে আবির খান জয় (১৪) ও আবিদ খান জীম (১২) মায়ের সাথেই থাকত। 

স্থানীয় ও পুলিশ  সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন থানার এএসআই আকলিমা বেগম তার সহকর্মী কনস্টবল জাকারিয়ার মোটর সাইকেলে তদন্তের কাজে  কুঞ্জেরহাট এলাকায় যান। দুপুর সাড়ে ১২টায় কুঞ্জেরহাট বাজার দিয়ে বোরহানউদ্দিন থানার উদ্দ্যেশে  তারা আসছিলো। এসময় তাদের সামনে দিয়ে এক পথচারি যাচ্ছিলো। তখন ব্রেক দিলে  এএসআই আকলিমা বেগম মোটরসাইকেল থেকে রাস্তায় পড়ে যায়। তখন বিপোরিত দিক থেকে আসা একটি ট্রাক এএস আই আকলিমা আক্তারকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন, বোরহানউদ্দিন থানার ওসি মাজহার আমিন।  তবে সহকর্মী কনস্টবল জাকারিয়া অক্ষত রয়েছে । এদিকে দুর্ঘটনার পর বাজারের লোকজন ঘাতক ট্রাকটি আটক করলে পুলিশ গিয়ে চালক আজহার খান ও ঢাকা মেট্টো ট- ১৬-৫৩৯০ ট্রাকটি আটক করে।