অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


চরফ্যাসন ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী সম্পন্ন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৫ই জানুয়ারী ২০২১ বিকাল ০৫:৩৩

remove_red_eye

৪৯৬

চরফ্যাসন প্রতিনিধি:  চরফ্যাশনে ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি লটারী সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দের উপস্থিতিতে এ লটারী সম্পন্ন হয়। 
 
গত ৩০ ডিসেম্বর সারাদেশের ন্যায় চরফ্যাসন ট্যাপনাল ব্যারেট সরকারী মাধ্যমিক বিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের ভর্তি লটারী প্রথম ধাপে শেষ হয়। ১২০ জন শিক্ষার্থীর বিপরীতে ৪ শ ১৮ জন শিক্ষার্থী  আবেদন করলে লটারীর মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটাসহ ১শ ১১ জন শিক্ষার্থী কে নেয়া হয়।
 
মঙ্গলবার সকালে দ্বিতীয় ধাপে লটারী ড্র করে বাকী ৯ শিক্ষার্থীকে মনোনীত করা হয়েছে।
 
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার শোভন বশাক, প্রধানশিক্ষক মো.তানভীর হোসেন,  মনির আসলামী,সাংবাদিক কামরুজ্জামান,জামাল মোল্লা,কামরুল শিকদার ও নুরুল্লাহ ভূইয়াসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন।