অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে ভ্রাম্যমান আদালতের অভিযানে ইটভাটা ধ্বংস


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ৪ঠা জানুয়ারী ২০২১ রাত ১১:৩৯

remove_red_eye

৫৯৯

 ভোলা প্রতিনিধি: পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটায় ড্রাম চিমনি ব্যবহার করে পরিবেশ নষ্ট করায় উপজেলার আঞ্জুরহাট বকসী মৎস্যঘাট এলাকায় ফরাজী ব্রীকস নামের একটি ইটভাটায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে।  দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম এ অভিযান পরিচালনা করেন। এ সময় বনের কাঠ ও লাকড়ি দিয়ে ইট পোড়ানো ওই ভাটার ড্রাম চিমনি ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়। এছাড়াও প্রায় ৫০হাজার কাঁচা মাটির ইট ফায়ার সার্ভিসের দমকল বাহিনী পানি দিয়ে ধ্বংস করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন ও সহকারী কমিশনার (ভূমী) রিপন বিশ্বাস।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পরিবেশ নষ্ট করে দীর্ঘদিন ধরে ইট ভাটাটিতে অবৈধভাবে ইট পুড়িয়ে পরিবেশ নষ্ট করার অভিযোগ থাকায় ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে ভাটাটি ধ্বংস করা হয়েছে। তবে ভাটার কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় কাউকে জরিমানা বা শাস্তি দেয়া হয়নি।