অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


চরফ্যাশনে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারী পরিষদের মানববন্ধন


চরফ্যাসন প্রতিনিধি

প্রকাশিত: ২৯শে ডিসেম্বর ২০২০ রাত ১০:২০

remove_red_eye

৫৬২

 
 
এআর সোহেব চৌধুরী, চরফ্যাশন : বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতিয় শ্রেণী কর্মচারী পরিষদের আয়োজনে বেতন বৈষম্ম নিরসনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) বেলা ১২টায় চরফ্যাশন উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান তৃতিয় শ্রেণী কর্মচারী পরিষদ ভোলা জেলার সাংগঠনিক সম্পাদক শাহজাদা,চরফ্যাশন উপজেলার আহবায়ক শিরাজ উদ্দিন, যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান,মো. হান্নানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ভোলা জেলা সাংগঠনিক সম্পাদক শাহজাদা, চরফ্যাশন উপজেলার আহবায়ক শিরাজ উদ্দিন,মো. শাখাওয়াত হোসেন,শাহজাহান প্রমূখ নেতৃবৃন্দ। এসময় বক্তারা বলেন, বাংলাদেশের বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ হিসেবে প্রায় ৫০হাজার তৃতিয় শ্রেণীর কর্মচারী জাতি গঠনে নিরবিচ্ছিন্নভাবে সেবা দিচ্ছে। বাংলাদেশ সরকার জাতি গঠনে যুগোপুযুগী শিক্ষানীতি উপহার দিয়েছেন। এই শিক্ষানীতির আলোকে আমাদের দির্ঘদিনের কাঙ্খীত চাকুরি বিধিমালা -২০১২ জারি করা হয়। প্রনিত ওই চাকুরি বিধিমালা অনুযায়ী গভর্নিং বডি বা পরিচালনা পরিষদের কর্মচারীদের একজন সদস্য রাখার বিষয়টি মন্ত্রণালয়ে পত্র দিয়ে জানানো হয়েছে। জাতীয় সংসদে পাশকৃত আইন জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুসরন করে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের তৃতিয় ও চতুর্থ শ্রেণি কর্মচারী চাকুরিবীধি প্রণয়নের আইনটি যদি প্রচলিত আইনের সাথে কোথাও সাংঘর্ষিক হয়ে থাকে তা সংসোধনের দায়িত্ব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। কোনভাবেই তা আমাদের উপর বর্তায়না। বক্তারা আরও বলেন, চাকুরিতে যোগদানের তারিখ হতে অবসর গ্রহণ পর্যন্ত ৩০/৪০ বছরেও আমাদের বেতন গ্রেডের কোনো পরিবর্তন নেই। এছাড়াও সারাজীবনে কোনো পদন্নতিও নেই। চাকুরী বীধি অনুসরন না করার কারণে আমাদের নেই কোনো কর্মঘন্টা এবং নেই কোন অভার টাইম। আমাদের দাবী উচ্চতর বেতন গ্রেডসহ পদের নাম পরিবর্তন করা। শিক্ষকদের ন্যায় শিক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী তৃতিয় শ্রেণীর কর্মচারীদের সংখ্যা বৃদ্ধি করা, স্কেল পরিবর্তন এবং কর্মচারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য কম্পিউটারসহ বিভিন্ন বিষয়ে উচ্চতর ট্রেনিং এর ব্যবস্থা, অনার্স মাস্টার্স কলেজের প্রতি বিভাগে তৃতিয় শ্রেণীর কর্মচারীদের পদ সৃষ্টি করতে হবে। মানববন্ধন শেষে কর্মচারী পরিষদের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক স্মারক লিপি প্রদাণ করেন।