অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


ভোলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলী


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৬ই ডিসেম্বর ২০২০ সকাল ১০:৫০

remove_red_eye

৫৯১

ইসতিয়াক আহমেদ : ভোলায় ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে ভোলায় মহান বিজয় দিবসের সূচনা হয়। বুধবার সূর্য উদয়ের সাথে সাথে  যথাযোগ্য মর্যাদায় ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক পুস্পমাল্য দিয়ে শ্রদ্ধা জানান। এর পর ভোলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, কোস্টগার্ড, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড,ভোলা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি স্বায়ত্ব শাসিত প্রতিষ্ঠান, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে মুক্তিযুদ্ধের শহীদদের জন্য দোয়া মোনাজাত করেন।  এছাড়াও ভোলা যুগীরঘোলে বধ্যভূমিতে পুস্পস্তবক অর্পণ করা হয়।