অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার নির্বাচন আগামী ৩০ জানুয়ারী


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই ডিসেম্বর ২০২০ রাত ১২:২১

remove_red_eye

৫৭৫

অচিন্ত্য মজুমদার: ভোলা জেলার দৌলতখান ও বোরহানউদ্দিন পৌরসভার সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তৃতীয় ধাপে ওই দুই পৌরসভাসহ ৬৪ পৌরসভা নির্বাচন আগামী ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে নির্বাচনের এ তফসিল ঘোষণা করা হয়।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মেয়র, সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তৃতীয় ধাপের নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩১ ডিসেম্বর। যাচাই-বাছাই ৩ জানুয়ারী। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১০ জানুয়ারী। ভোট গ্রহণের তারিখ ৩০ জানুয়ারী।
বোরহানউদ্দিন পৌরসভায় ৩ দশমিক ২৬ বর্গ কিলোমিটার জুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১০ হাজার ৭২০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে বোরহানউদ্দিন শহরকে পৌরসভায় রূপান্তর করা হয় । ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৩ হাজার ১১০ জন। তবে বর্তমানে এই পৌরসভায় জনসংখ্যা ৩০ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ রফিকুল ইসলামের।
অপরদিকে দৌলতখান পৌরসভায় ২ দশমিক ৫০ বর্গ কিলোমিটারজুড়ে বর্তমানে ৯টি ওয়ার্ড রয়েছে। ২০১৫ সালের হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী এখানে ভোটার সংখ্যা ১২ হাজার ৫০০ জন। সর্বশেষ ২০১৫ সালের ডিসেম্বর মাসে  পৌরসভার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৯৯৮ সালে দৌলতখান শহরকে পৌরসভায় রূপান্তর করা হয় । ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী এ পৌরসভার জনসংখ্যা ১৬ হাজার ৭২৮ জন। তবে বর্তমানে এই পৌরসভার জনসংখ্যা ৩৫ হাজারেরও বেশি বলে দাবি পৌরমেয়র মোঃ জাকির হোসেন তালুকদারের।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদেরও ব্যাপক তোড়জোড় শুরু হয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ায় সম্ভাব্য প্রার্থীদের পাশাপাশি ভোটারদের মাঝেও ব্যাপক উৎসাহ বিরাজ করছে। এ নির্বাচনে শুধুমাত্র মেয়র পদেই রাজনৈতিক দলের প্রার্থী দেয়া যাবে। কাউন্সিলর পদে সবাই স্বতন্ত্রভাবেই নির্বাচন করবেন। পৌর নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। গত দুইমাস আগে থাকতেই তারা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে মাঠে নেমেছেন। ইতিমধ্যে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান এমনকি পাড়ায় মহল্লায়ও শুভেচ্ছা জানিয়ে রং বেরঙের পোস্টার চোখে পড়ছে। পাশাপাশি কেন্দ্রীয় মনোনয়ন পেতেও প্রার্থীরা জোড় লোবিং চালাচ্ছেন।