অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৩১শে ডিসেম্বর ২০২৫ | ১৭ই পৌষ ১৪৩২


বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের বিভিন্ন কর্মসূচী


ইসতিয়াক আহমেদ

প্রকাশিত: ১৪ই ডিসেম্বর ২০২০ সকাল ১০:২০

remove_red_eye

৪৯১

ইসতিয়াক আহমেদ : দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে পাকিস্তান হানাদার বাহিনীদের পরাজিত করে বাঙ্গালীরা ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময় অর্জিত স্বাধীনতা। এই যুদ্ধোর মহানায়ক বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সেই সকল আত্মদানকারী ও ১৪ ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরনে সারাদেশর ন্যায় ভোলা জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। কর্মসূচীর মধ্যে রয়েছে আজ শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সকাল ৬.৩০ মিনিটে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও যুগীরখোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন,বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা, ১৬ ডিসেম্বর প্রত্যুষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা। সূর্যদয়ের সাথে সাথে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৬.৩০ মিনিটে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ ও যুগীরখোল বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পন, বেলা ১১ টায় অনলাইনে ‘‘ জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বির্নিমানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমবৃদ্ধি অর্জন’’ প্রতিপাদ্য নিয়ে আলোচনা,সকাল ১১ টা ৩০ মিনিটে মহান বিজয় দিবস ২০২০ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সংবর্ধনা প্রদান। দুপুরে হাসপাতাল, জেলখানা বৃদ্ধাশ্রম, সরকারী শিক্ষা পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমূহে উন্নতমানের খাবার সরবরাহ, জোহরের নামাজ ও সুবিধা মত সময়ে সকল মসজিদে ধর্মীয় উপসানালয় জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনায় আলোচনা ও মুক্তিযোদ্ধা শহীদদের স্মরনে বিশেষ মোনাজাত প্রার্থনা, অনলাইন/ইমেইল/ডাকযোগে শিশুদের মুক্তিযুদ্ধভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগীতা,সন্ধ্যা ৭ টায় অনলাইনে শিশু-কিশোরদের অংশগ্রহনে মুক্তিযুদ্ধভিত্তিক  সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি হবে।