অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় জাতির পিতার ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সমাবেশ


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১২ই ডিসেম্বর ২০২০ দুপুর ০২:১৫

remove_red_eye

৬৫৭

অচিন্ত্য মজুমদার:  ‘জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান’ এই স্লোগান নিয়ে জেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে র‌্যালী ও সমাবেশ করেছে সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ র‌্যালী বের হয়ে  শহরের বাংলা স্কুল মাঠের ভাষাণী মঞ্চে সমাবেশটি অনুষ্ঠিত হয়। এখানে জেলার সকল পর্যায়ের সরকারি কর্মকর্তা-কর্মচারীবৃন্দ অংশ নেয়।

সমাবেশে জেলা প্রশাসক মো: মাসুদ আলম ছিদ্দিক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা ও দায়েরা জজ ড. এবিএম মাহামুদুল হক, জেলা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী কাজী শরিফউদ্দিন আহমেদ, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ রেজাউল ইসলাম, বিভাগীয় বন কর্মকর্তা মো: তৌফিকুল ইসলাম, জেলা মৎস্য কর্মকর্তা এস এম আজাহারুল ইসলাম প্রমূখ বক্তৃতা করেন।
 
বক্তরা বলেন, পৃথীবিতে মানুষের জন্মলাভের পর সবচে প্রিয় হলো স্বাধীনতা। জাতির পিতা আমাদের সেই স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা। তাই জাতির জনকের ভাস্কর্যে আঘাত আমাদের লজ্জা দেয়। স্বাধীনতার এত বছর পরেও জাতির পিতার সম্মান রক্ষায় আমাদের রাজ পথে নামতে হবে এটা কখনও আমরা কল্পনাও করিনি। তাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ষড়যন্ত করেছে তাদেরকে প্রতিহত করতে সকলকে একত্রিত হওয়ার আহবান জানান বক্তারা।