অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি ঘাঁটি কমিশনিং


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৫ই নভেম্বর ২০২০ বিকাল ০৪:৩৪

remove_red_eye

৬০৯

অচিন্ত্য মজুমদার:  ভোলা কোস্টগার্ড দক্ষিন জোনের বিসিজি (ঘাঁটি) বেইস ভোলা এর কমিশনিং করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রবিবার সকালে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যামে প্রধানমন্ত্রী বিসিজি বেইস ভোলা এর কমিশনিং করেন। এছাড়াও তিনি চট্রোগ্রামের বিসিজিএস মনছুর আলী, কামরুজ্জামান, সবুজ বাংলা, শ্যামল বাংলা, সোনার বাংলা, অপারাজয় বাংলা, স্বাধীন বাংলা, সোনাদিয়া ও কুতুবদিয়া আধুনিক ও দ্রুতগামী জাহাজ এর কমিশনিং করেন।

এ সময় ভোলা কোস্টগার্ডের দক্ষিণ চত্বরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোস্টগার্ড দক্ষিন জোনের কমান্ডার ক্যপ্টেন এম মঞ্জুর উল করিম চৌধুরী, ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, জেলা ও দায়রা জজ ড. এবিএম মাহমুদুল হক, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ প্রশাসনের কর্মকর্তা বৃন্দ।

প্রধানমন্ত্রী ভিডিও টেলিকনফারেন্সিং এ এসময় বলেন, দেশের অর্থনীতি ও নিরাপত্তায় কমিশনিং এর জাহাজ গুলো গুরুত্বপূর্ন ভূমিকা রাখবে। কোস্টগার্ড বাহিনীর সক্ষমতা আরো এক ধাপ এগিয়ে গেলো। আমি বিশ্বাস করি এসব জাহাজ, নাবিক ও কোষ্টগার্ড সদস্যদের পেশাগত উৎকর্স মানুসিক বিকাশ ও উন্নত মনোবল অর্জনে যুগান্তকারী ভূমিকা রাখবে।