অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় উৎসবমুখর আয়োজনে শ্যামাপূজা চলছে


অচিন্ত্য মজুমদার

প্রকাশিত: ১৪ই নভেম্বর ২০২০ রাত ১০:১১

remove_red_eye

৬৪৮

অচিন্ত্য মজুমদার: ভোলায় বিভিন্ন এলাকায় শনিবার মঙ্গল আরতীর মধ্য দিয়ে শ্যামা পূজার শুরু হয় । সন্ধ্যায় কেন্দ্রীয় মন্দির কালীবাড়ি মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন করেন মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দ। এরপর সিঁদুরের আশীর্বাদ, প্রসাদ বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ভোলা নাগরিক কমিটির সহসভাপতি প্রফেসর দুলাল চন্দ্র ঘোষ, সাবেক জেলা শিক্ষা কর্মকর্তা প্রাণ গোপাল দে, ভোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিতাভ অপু, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার সাহা, কালীবাড়ি মন্দির কমিটির সভাপতি বিকাশ মজুমদার, জেলা হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সদস্য সচিব ধ্রুব হাওলাদার প্রমুখ।

 

এর পর পর শুরু হয় সংগীতানুষ্ঠান। ভাস্কর মজুমদারের পরিচালনায় ভক্তিগীতি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

 

এদিকে জেলার বিভিন্ন মণ্ডপে দেশবাসীর শান্তিকামনায় প্রার্থনা করা হয়।