অনলাইন সংস্করণ | ভোলা, বুধবার, ৯ই অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন ১৪৩১


ভোলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১০:২৮

remove_red_eye

৯৮২


বাংলার কন্ঠ প্রতিবেদক : সংগ্রাম, গৌরব ও ঐতিহ্যের আহŸানের মধ্য দিয়ে ভোলায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষীকি পালিত হয়েছে।  দিনটি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জেলা যুবলীগের আয়োজনে ভোলা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু বলেন, দেশের সকল দূর্যোগে যুবলীগ আওয়ামী লীগের সহযোদ্ধা হিসেবে কাজ করে যাচ্ছে। করোনা মহামারীতেও যুবলীগের ভ‚মিকা প্রশংসনীয়। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি দোস্ত মাহমুদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, হিন্দু-বৈদ্ধ্য-,খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দী। এ সময় টেলিকনফারেন্সে  নেতাকর্মীদেও শুভেচ্ছা জানান,ভোলা জেলা যুবলীগের সভাপতি ও ভোলা পৌর মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনির।
এছাড়াও উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মনিরুজ্জামান মিয়াজী, যুবলীগ নেতা আশরাফুজ্জামান রাজিব,মিজানুর রহমান মিজান সহজেলা যুবলীগের সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম স¤পাদক শাহাবুদ্দিন লিটন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ স¤পাদক এনামুল হক আরজু। সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির রুহের মাগফিরাত কামনা ও করোনা থেকে মুক্তির জন্য দোয়া ও মোনজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত পরিচালনা করেন উম্মে ছালমান কুরআন মাদরাসার হাফেজ মোহাম্মদ আবদুল কাদের। পরে কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। দৌলতখান  প্রতিনিধি জানান, দৌতখানে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮-তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (১১নভেম্বর) সকালে দৌলতখান উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে প্রথমে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। বিকাল ৫টায় যুবলীগের নেতা কর্মীদের অংশগ্রহনে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে দলীয় কার্যালয়ের সামনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি  গোলাম সরওয়ার ভুট্টো তালুকদারের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সহ-সভাপতি আশ্রাফুল আলম বিপ্লব’র সঞ্চালনায়  টেলি-কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাংসদ আলহাজ¦ আলী আজম মুকুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর  আলম খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাফিজল ইসলাম, গোলাম মোরশেদ কিরন, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ফয়েজ উল্লাহ ফয়েজ ,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোতালেব হোসেন সবুজসহ প্রমুখ। তজুমদ্দিন প্রতিনিধি  জানান, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ মিছিল, কেক কাটা ও আলোচনা সভা ও মিলাদ মাহফিলের মাধ্য দিয়ে দিনব্যাপী ভোলার তজুমদ্দিনে  যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবলীগের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বুধবার সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। বাদ আছর মসজিদে মিলাদ মাহফিল, এবং শহরে আনন্দ মিছিল বের করেন দলীয় নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় উপজেলা চত্তরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সম্পাদক ফজলুল হক দেওয়ান, উপজেলা ভাইসচেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আ’লীগ যুগ্ম সম্পাপদক নাসির উদ্দিন দুলাল, সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন সুমন, ছাত্রলীগের সাবেক সভাপতি ও বিআরডিবির সভাপতি আমিন মহাজন, তজুমদ্দিন উপজেলা যুবলীগের নব-নির্বাচিত সভাপতি ও ভোলা জেলা পরিষদের সদস্য মেহেদী হাসান মিশু, সাধারণ সম্পাদক আঃ রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ও যুবলীগ নেতা এম, নুরুন্নবী ।





লালমোহনে থমকে আছে ক্রীড়া প্রেমিদের  স্বপ্নের স্টেডিয়াম নির্মাণ কাজ

লালমোহনে থমকে আছে ক্রীড়া প্রেমিদের স্বপ্নের স্টেডিয়াম নির্মাণ কাজ

ভোলায় দুর্যোগ মোকাবেলায়  সবার সহযোগিতা প্রয়োজন : জেলা প্রশাসক

ভোলায় দুর্যোগ মোকাবেলায় সবার সহযোগিতা প্রয়োজন : জেলা প্রশাসক

রাজাপুরে ছাত্রসমাজের মতবিনিময় সভা

রাজাপুরে ছাত্রসমাজের মতবিনিময় সভা

তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে বিশাল জনসভা

তারেক রহমানের মামলা প্রত্যাহার চেয়ে চরফ্যাশনে বিশাল জনসভা

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ ডাকাতকে গ্রেপ্তার

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ কুখ্যাত রাসেল বাহিনীর ২ ডাকাতকে গ্রেপ্তার

লালমোহনে মেজর (অব:) হাফিজের  সহধর্মীনী’র রোগমুক্তি কামনায়  দোয়া মোনাজাত

লালমোহনে মেজর (অব:) হাফিজের সহধর্মীনী’র রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন

ভোলায় প্রতিবন্ধী ব্যক্তিদের ৩ দিনব্যাপী বিশেষায়িত প্রশিক্ষণের উদ্বোধন

ভোলার ভেলুমিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

ভোলার ভেলুমিয়া ইউনিয়নে বিনামূল্যে চক্ষু ক্যাম্প

দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন সম্পাদক আবদুল হাই

দৌলতখানে প্রাঃ শিক্ষক সমিতির সভাপতি ফরহাদ হোসেন সম্পাদক আবদুল হাই

পুষ্টি মেলায় শিক্ষার্থীরা পেল গাছের চারা ও পুষ্টি প্লেট

পুষ্টি মেলায় শিক্ষার্থীরা পেল গাছের চারা ও পুষ্টি প্লেট

আরও...