অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় মাস্ক না পড়ায় ৩১ জনের জেল-জরিমানা


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১০:২৫

remove_red_eye

৫৬০

অচিন্ত্য মজুমদার : সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে মাস্ক না পড়ার পাশাপাশি সামাজিক দূরত্ব না মানায় ভোলায় ৭ জনকে ৫ দিনের কারাদণ্ড ও ২৪ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার দিনভর ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশন উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জেল-জরিমানা করা হয়। ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক জানান,  করোনা ভাইরাসের প্রকোপ মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সর্বসাধারণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা ও উপজেলা প্রশাসনের ৪টি ভ্রাম্যমাণ আদালত দল ভোলা সদর, বোরহানউদ্দিন ও চরফ্যাশনের বিভিন্ন স্থানে অভিযান চালায়। এসময় স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরায় ৭ জনকে ৫ দিনের কারাদÐ ও ২৪ জনকে ২১ হাজার টাকা অর্থদÐ করা হয়।করোনাভাইরাস পরিস্থিতি মোকাবেলায় জনসাধারণের স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসকের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জেলা প্রশাসক।