অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় ফেসবুকের ফ্যাকআইডি চিহ্নিত করতে তদন্ত টিম গঠন


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ১১ই নভেম্বর ২০২০ রাত ১২:৩০

remove_red_eye

৫৫১


বাংলার কণ্ঠ প্রতিবেদক : ভোলায় ফেসবুকের অপ-ব্যবহার ও ফ্যাক আইডি  ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত টিম গঠন করেছে জেলা প্রশাসন। ফেসবুকের বিষয়ে আইসিটি মন্ত্রনালয়ে চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক জানান, ইদানিং কিছু ব্যক্তি ফেসবুকে নামে বেনামে লিখে সামাজিক পরিস্থিতি উত্তপ্ত করার চেস্টা করছে। এদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত এসব আইডি বন্ধ করে দেয়ার জন্য চিঠি লেখা হবে। এদিকে জেলা আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠকে এ নিয়ে কঠোর ব্যবস্থা নেয়ার পক্ষে একত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ সৈয়দ রেজাউল ইসলাম, কোস্টগার্ড অপারেশন অফিসার লেঃ মাহমুদ সাব্বির, উপজেলা চেয়ারম্যান মোশারফ হোসেন,  প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান, প্রবীন সাংবাদিক আবু তাহের, সমাজসেবা উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, নাগরিক কমিটির সহসভাপতি প্রফের দুলাল চন্দ্র ঘোষ, প্রেসক্লাব সম্পাদক অমিতাভ অপুসহ জেলা পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তারা।