অনলাইন সংস্করণ | ভোলা, মঙ্গলবার, ৩০শে ডিসেম্বর ২০২৫ | ১৬ই পৌষ ১৪৩২


ভোলায় আরও ৪ জনের শরীরে করোনা শনাক্ত


বাংলার কণ্ঠ প্রতিবেদক

প্রকাশিত: ৭ই নভেম্বর ২০২০ রাত ১১:০৯

remove_red_eye

৪৯২

বাংলার কন্ঠ প্রতিবেদক : ভোলায় গত ২৪ ঘন্টায় ৪৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে আরো ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে ৩ জন ভোলা সদর উপজেলার ও ১ জন লালমোহন উপজেলার বাসিন্দা। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৮২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া করোনা আক্রান্ত হয়ে জেলায় মোট মৃত্যু হয়েছে ৭ জনের। শনিবার রাতে ভোলার সিভিল সার্জন দপ্তর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ভোলায় করোনা আক্রান্ত ৮২৩ জনের মধ্যে সুস্থ হয়েছেন ৭৪৩ জন। এর মধ্যে ভোলা সদর উপজেলায় করোনায় আক্রান্ত ৪৫৪ জনের মধ্যে সুস্থ ৩৮৭জন। দৌলতখানে আক্রান্ত ৫৫ জনের মধ্যে সুস্থ ৫১ জন। বোরহানউদ্দিনে
আক্রান্ত ৯৯ জনের মধ্যে সুস্থ ৯৮ জন, তজুমদ্দিন উপজেলায় আক্রান্ত ৪৫ জনের মধ্যে সুস্থ ৪৫ জন, লালমোহনে আক্রান্ত ৭১ জনের
মধ্যে সুস্থ ৬৫ জন, চরফ্যাশনে আক্রান্ত ৬৭ জনের মধ্যে সুস্থ ৬৫ জন এবং মনপুরা উপজেলায় আক্রান্ত ৩২ জনের মধ্যে সুস্থ ৩২ জন। আক্রান্তরা নিজ নিজ উপজেলা হাসপাতালের চিকিৎসকদের তত্বাবধানে আইসোলেশনে রয়েছেন। এছাড়াও করোনা আক্রান্ত হয়ে ভোলা সদর, লালমোহন ও চরফ্যাশনে ৭ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৩ জন ও বাড়িতে
চিকিৎসাধীন অবস্থায় ৪ জনের মৃত্যু হয়েছে। এর বাইরে উপসর্গ নিয়ে আরো অন্তত ৪০ জনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন অফিস সূত্র আরো জানায়, ভোলা থেকে এ পর্যন্ত ৭ হাজার ২৪২ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে।